আকাশ-ছুঁতে চাওয়া বেসি কোলম্যানের ইতিহাস
‘বাদামী অথবা কৃষ্ণকায়া নারীদের প্রতিনিধি’ হিসেবে আকাশ-ছোঁয়ার প্রচেষ্টাগুলো তো আদতে অনেক আগে থাকতেই শুরু হয়ে যেতে পেরেছে। অথচ এখনও আমরা গায়ের রঙ, অথবা পুরুষ-নারীর ভেদাভেদ উল্লেখ করেই সামাজিক, রাজনৈতিক ফায়দা কুড়িয়ে নেবার সুযোগ খুঁজে বেড়াই। আমার খুব লজ্জা বোধ হয় তখন, যখন কি না আমরা কল্পনা চাওলা অথবা মে জেমিসনের মতোই একেকজন মানুষকে, একেকজন বিজ্ঞানী, অভিযাত্রী, প্রযুক্তিবিদকে তাঁদের গায়ের রঙ অথবা লিঙ্গের ভিত্তিতেই চিহ্নিত করতে চাই।
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 18 April, 2023 | 178 | Tags : Bessie Coleman Black Aviator Female Aviator Amelia Earhart Artemis Mission